ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

কাপ্তাই-চট্টগ্রাম সড়কে ব্রিজে ভাঙ্গন

কাপ্তাই-চট্টগ্রাম সড়কে শিলছড়ি বালুচর এলাকায় (প্রশান্তি পার্কের পার্শে) লোহার ঝুলন্ত ব্রিজটিতে দুই পাশে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। যে কারণে ব্রিজটিতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায় বিপদ মাথায় নিয়েই গাড়ির চালক ও ভ্রমণপিপাসু পর্যটকরা ব্রিজ থেকে পার হচ্ছেন। ব্রিজটিতে ভাঙ্গনের ফলে প্রায়শই গাড়ির চাকা আটকে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সামলে চলতে গিয়ে অনেক সময় সড়কে জটলা বাধে।


এমনি ক্ষতিগ্রস্ত বাস চালক রহমান, ট্রাক চালক পলাশ, সিএনজি চালক করিম ও বাইক চালক তরিল উল্লাহ জানান, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি। পাশাপাশি অনেকই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত কোটি, কোটি টাকার গাছ, বাঁশসহ কাঁচা মালামাল বিভিন্ন জেলায় পরিবহণ করছে। সড়ক ও জনপথ বিভাগ দেখেও না দেখার ভান করছে।


চালকদের দাবি, ক্ষতিগ্রস্ত প্লেট দুটিকে তুলে নতুনভাবে দুটি প্লেট স্থাপন করা হলে যান চলাচলের সকলের সুবিধা হত। তা করা না হলে আরও বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করছেন পরিবহণ চালকরা

ads

Our Facebook Page